
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র লুটপাটের পর এবার জাফলংয়েও চলছে একই চিত্র। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে পাথরখেকোরা অবাধে পাথর তুলছে, এমনকি দিনের আলোতেও লুটের চেষ্টা করছে তারা। ইতিমধ্যেই জিরো পয়েন্ট এলাকা থেকে বড় বড় পাথর সরিয়ে নেওয়া হয়েছে, যা শুধু পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না, বরং এলাকার পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও ভ্রমণপিপাসু পর্যটকরা।
প্রশাসনের দাবি, পাথর লুট ঠেকাতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে বাস্তবে লুটপাট অব্যাহত থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন প্রশাসনিক তৎপরতার কার্যকারিতা নিয়ে। অন্যদিকে, সাদাপাথর পর্যটনকেন্দ্র প্রকাশ্য লুটপাটে অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে। সেখানে পাথর উত্তোলনের কারণে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
সিলেটের সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটনকেন্দ্র সরেজমিন পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে সিলেটের এই অনন্য প্রাকৃতিক সম্পদগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।