
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন, “কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসা অসম্ভব।” তিনি বলেন, “৭১-এর রাজাকাররা দেশ চালাবে—এটা কল্পনাও করা যায় না।” রোববার (২০ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, “জামায়াতের যেসব দাবি, তা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এটা জামায়াত সহ্য করতে পারছে না। কিন্তু জনগণ বোঝে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কে বিপক্ষ।” তিনি আরও দাবি করেন, “জামায়াত পাকিস্তানে কোনো আসন পায়নি, ভারতেও তাদের তেমন প্রভাব নেই। অথচ এরা জনগণের ভাষা না বুঝে ষড়যন্ত্রে লিপ্ত। যারা ১৯৭১-কে অস্বীকার করে, তাদের দেশের মানুষের কাছে কোনো স্থান নেই।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই ধরনের প্রকাশ্য অবস্থান একদিকে জামায়াতের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে, অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে দলীয় অবস্থানকে স্পষ্ট করার কৌশল হিসেবে কাজ করছে।