
কুয়াকাটা, ২৯ মে:
সাগরকন্যা কুয়াকাটার নতুন নির্মিত ১৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের এক-তৃতীয়াংশ অংশ জোয়ারের তোড়ে ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে কয়েক ঘণ্টার জোয়ারেই এই ক্ষয়ক্ষতি ঘটে, উদ্বোধনের আগেই ভেঙে পড়ে সড়কটির গাইডওয়াল ও ওয়াকওয়ে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও তদারকির অভাবেই মেরিন ড্রাইভের এমন ভগ্নদশা দেখা দিয়েছে। তারা বলেন, “এমন দুর্বল কাঠামো যদি অমাবস্যার জোয়ারেই ধসে পড়ে, তাহলে সামান্য ঘূর্ণিঝড়েই পুরো অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।”
কুয়াকাটা পৌরসভার সূত্র মতে, ২০২৪ সালে পর্যটকদের জন্য সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে দুই কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা।
স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়ে বলেন, “আমরা ব্যবসা করি এই সৈকতের উপর নির্ভর করে। এমন নির্মাণ হলে ঘূর্ণিঝড় আসলে শুধু রাস্তাই না, পর্যটন শিল্পও ধ্বংস হবে।”
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, “পৌরসভায় প্রশাসক নিয়োগের আগেই সংশ্লিষ্ট ঠিকাদার কিছু বিল উত্তোলন করেছেন। তবে এখনও সম্পূর্ণ বিল পরিশোধ হয়নি। আমরা তদন্ত করে দেখছি—কাজে কোনো গাফিলতি, অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না। প্রয়োজনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ সৈকত সড়ক রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি এবং টেকসই পরিকল্পনা এখন সময়ের দাবি।