
সরকার ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।
মিছিল থেকে নেতারা অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে প্রশাসনিক সিদ্ধান্তের অপব্যবহার করছে। তারা বলেন, “গণতান্ত্রিক রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে বাধা দেওয়া স্বাধীন দেশের নাগরিক অধিকারের পরিপন্থী।”
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের নেতারা লকডাউন ও নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরে পুলিশি তৎপরতার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কোনো সংঘর্ষ বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।