কারাবন্দি পিন্টুর মৃত্যুতে আইজিপি বাহারুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার সমর্থকরা। শনিবার (৬ ডিসেম্বর) ‘শহীদ পিন্টু স্মৃতি পরিষদ’র ব্যানারে রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীদের অভিযোগ, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তৎকালীন ও বর্তমান পুলিশ তথা কারা কর্তৃপক্ষের দায় এড়াতে পারে না।

মানববন্ধনে বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে তার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি তোলেন। তারা বলেন, পিন্টুকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল।

উল্লেখ্য, পিন্টু পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০১৫ সালের ৩ মে কারা হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যান। পরিবার ও বিএনপি শুরু থেকেই এটিকে ‘কারা হেফাজতে হত্যা’ বলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *