করোনায় ফের প্রাণহানি, শনাক্ত ৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারও একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। নতুন করে মারা যাওয়া ব্যক্তিটি খুলনা বিভাগের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৫ জন।

করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব শুরু হয় ২০২০ সালের ৮ মার্চ, যখন দেশে প্রথম ৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দুদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মানুষ প্রাণ হারায়। ২০২২ সাল থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে এবং শেষপর্যন্ত তা প্রায় শূন্যে নেমে আসে। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে দেশে মোট করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৪ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা এখনো তেমন ভয়ের নয়, তবে সময়মতো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকার বুস্টার ডোজ গ্রহণ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো সময়ে সংক্রমণ বাড়তে পারে, তাই চিকিৎসক ও প্রশাসন সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *