
স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। রাজধানীর শাহবাগে সোমবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ দাবি করা হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।
সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা বলেছি তারা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খুনের ব্যাপারে কী কী পদক্ষেপ নিয়েছে,সে ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে। দ্বিতীয়ত সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।’