
শহীদ ওসমান হাদির মৃত্যুর সিম্প্যাথি (সহানুভূতি) নিয়ে নিয়ে ঢাকা-৮ থেকে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচন করবে না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার হাতে বর্গা হবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জমায়েত হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তিনি একথা বলেন এই পরিস্থিতিতে যান চলাচলেশাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ আছে। তবে জনগণের যেন ভোগান্তি না হয়, সেজন্য শাহবাগে আসা প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে।