
ঢাকা, নরসিংদী ও গাজীপুরের পর এবার রংপুরেও স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকালেই ৩.৩ মাত্রার এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হঠাৎ কম্পন টের পেয়ে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন। সাম্প্রতিক কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, বিশেষজ্ঞরা বলছেন—এ ধরনের স্বল্পমাত্রার ভূকম্পন বড় ধরনের চাপ নিরসনে সহায়ক হতে পারে।
রংপুরে হওয়া এই ভূমিকম্পের উৎস, গভীরতা বা কোন ফল্ট লাইনে উৎপত্তি—এ বিষয়ে এখনো কোনো সরকারি সংস্থা বিস্তারিত তথ্য দেয়নি। তবে পুনরাবৃত্ত কম্পনকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন অনেকেই এবং ভূমিকম্প প্রস্তুতি নিয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।