
ঢাকা, ২৮ জুন — আগামী জাতীয় সংসদে সরকার গঠনের সুযোগ পেলে দেশের অর্থনীতিতে লুটপাটে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার রাজধানীতে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা সংসদে যাবো এবং সরকার গঠন করবো—এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে বুলেটের মাধ্যমে পরিবর্তন হয়েছে, এবার ব্যালটের মাধ্যমে বিপ্লব ঘটবে। কোনো শক্তি আমাদের রুখতে পারবে না।”
এসএমই ও শেয়ারবাজারে বিগত ১৫ বছরে যেসব লুটপাট হয়েছে, তারও কঠোর বিচার দাবি করে তিনি বলেন, “ভবিষ্যতে কোনো দলীয়করণ বা স্বজনপ্রীতির মাধ্যমে এসএমই খাতকে ব্যবহার করতে দেওয়া হবে না। গত সরকার নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ করে দিয়েছে ফুলে-ফেঁপে ওঠার। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের জন্য কাজ করবো।”
চাঁদাবাজি ও মাস্তানির মাধ্যমে অর্থ আয়ের সংস্কৃতি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশকে আঘাত করতে হলে আমাদের রক্তের ওপর দিয়েই করতে হবে।”
তরুণ প্রজন্মের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ভোট আয়োজনের পাশাপাশি সরকারের তরুণদের প্রতি দায়িত্ব রয়েছে। বড় বড় কথা বললে হবে না, বাস্তবে কাজ করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।”
একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া এক মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি জানান, “গণমাধ্যমে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের বিচারের আওতায় আনতে মিডিয়া কমিশন গঠন করা প্রয়োজন।”