এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জাতীয় যুবশক্তির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

সোমবার (৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে মামলাটি প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী সবসময় সত্য ও যুক্তিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তার বক্তব্য জনগণের অধিকার ও রাজনৈতিক শুদ্ধতার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে হেনস্তা করার চেষ্টা চলছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এ ধরনের মামলা বাংলাদেশের তরুণ প্রজন্মের উন্নয়নধর্মী ও নৈতিক রাজনীতিকে ভয় দেখানোর অপচেষ্টা। সত্য বলার অপরাধে কাউকে আইনি হয়রানির শিকার করা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।”

সংগঠনটি দ্রুত মামলা প্রত্যাহার করে প্রকৃত চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *