
গত ২৪ ঘণ্টায় দেশে আবারও প্রাণ কাড়ল করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছে আরও ৬ জন। করোনা সংক্রমণ কিছুটা কমলেও ভাইরাসটি এখনও পুরোপুরি বিদায় নেয়নি—তাই অবহেলা নয়, প্রয়োজন সতর্কতা। শনিবার (৫ জুলাই) পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। যদিও আগের তুলনায় সংক্রমণের হার কিছুটা কম, তবুও এমন সংক্রমণের হারকে অবহেলা করার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যেকোনো সময় নতুন ধরনে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, তাই মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত করোনায় মোট ২৪ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ১৩ জন নারী ও ১১ জন পুরুষ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬২৯ জনের শরীরে। মৃতদের মধ্যে অনেকেই ছিলেন দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য করোনা এখনও মারাত্মক হুমকি হতে পারে। তাই সবার প্রতি স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।