
ঢাকা, ১৪ জুন — রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরা একদল দুর্বৃত্তের হাতে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর এক প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন ভুক্তভোগী। হঠাৎ একটি কালো রঙের মাইক্রোবাস এসে তার গতি রোধ করে। এরপর র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে ভুক্তভোগীকে জোরপূর্বক আটকানোর চেষ্টা করে। দৌড়ে পালানোর চেষ্টা করলেও একপর্যায়ে তাকে ধরে ফেলে এবং গাড়িতে তুলে নিয়ে যায়।
ভুক্তভোগী জানান, তিনি প্রতিদিনের মতো অফিসের কালেকশন ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় নিজেদের র্যাব পরিচয় দেওয়া একদল ব্যক্তি টাকাভর্তি ব্যাগসহ তাকে জোরপূর্বক গাড়িতে তোলে। পরে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ‘নগদ’-এর এক কর্মকর্তা বলেন, “প্রতিদিনের মতো প্রতিনিধি নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিতে বের হয়েছিল। পথে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নেয় এবং পুরো কালেকশন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।”
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।