ঈদ শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল, অনেকে এখনো ঢাকা ছাড়ছেন

ঢাকা, ৮ জুন – প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে এবার রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আজ রবিবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে দেখা গেছে কর্মব্যস্ত ঢাকায় ফেরা মানুষের ভিড়।

পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে গতকাল শনিবার (৭ জুন)। ঈদের পরদিনেও কমলাপুর স্টেশনে ভিন্ন চিত্র। কেউ ফিরছেন ঢাকায়, আবার কেউ ছুটছেন গ্রামের পথে। ঈদের দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে না পারলেও ঈদের ছুটির বাকি দিনগুলোতে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন অনেকেই।

মূলত যারা কর্মব্যস্ততার কারণে ঈদের দিন ঢাকাতেই ছিলেন, তারা এখন ছুটির বাকি সময় কাজে লাগিয়ে বেরিয়ে পড়েছেন গ্রামের বাড়ি কিংবা আত্মীয়-স্বজনের বাসায়।

ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ যাত্রীচাপ তুলনামূলকভাবে কম থাকায় যাত্রা হচ্ছে সাচ্ছন্দ্যময়। ফলে ঈদের দ্বিতীয় দিনের যাত্রা ছিল নির্বিঘ্ন ও অপেক্ষাকৃত স্বস্তিদায়ক।

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারিভাবে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যেখানে গত ঈদুল ফিতরে ছুটি ছিল ৯ দিন। ফলে অনেকেই সুযোগকে কাজে লাগিয়ে ঈদের আগে ও পরে যাতায়াত করছেন, বেড়াতে যাচ্ছেন বা ফিরছেন কর্মস্থলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *