ঈদ বোনাস ও বেতন দাবিতে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি গার্মেন্টস শ্রমিকদের

ঢাকা, ২৩ মে ২০২৫ — ঈদ উপলক্ষে বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক ফেডারেশনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত পতাকা র‍্যালি শেষে এই ঘোষণা দেওয়া হয়।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, প্রতি বছর ঈদ এলেই মালিকপক্ষ নানা টালবাহানায় শ্রমিকদের প্রাপ্য বোনাস ও বেতন থেকে বঞ্চিত করে। অথচ গার্মেন্টস শিল্পে মালিকরা সরকার থেকে ভ্যাট ছাড়, ব্যাংক ঋণের সুবিধা এবং রফতানিতে প্রণোদনাসহ বহু সুবিধা নিয়ে থাকেন।

শ্রমিক ফেডারেশনের এক নেতা বলেন, “মালিকরা নানা রকম সরকারি সুবিধা পেলেও শ্রমিকদের বেতন-বোনাস দিতে গড়িমসি করে। অনেক সময় অর্ধেক বোনাস বা নামমাত্র টাকা দিয়ে দায়সারা করতে চায়। আমরা সেটা হতে দেব না।”

এ সময় শ্রমিক নেতারা সাফ জানিয়ে দেন, ঈদের আগেই যদি সব শ্রমিকদের বোনাস এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা হয়, তাহলে তারা শ্রম মন্ত্রণালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনে নামবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকদের হাতে ছিল বিভিন্ন দাবির ব্যানার ও প্ল্যাকার্ড। র‍্যালিতে অংশ নিয়ে তারা সরকারের কাছে শ্রমিকবান্ধব নীতির দাবি জানান এবং ঈদের আগে সুষ্ঠু ও সময়মতো বেতন-বোনাস প্রদানের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *