ঈদযাত্রায় স্বস্তির ছোঁয়া, নৌপথে ঘরে ফিরছেন হাজারো যাত্রী

ঢাকা, ৫ জুন ২০২৫ — ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ভিড়ে জমে ওঠে লঞ্চঘাট। যাত্রীদের ভাষ্য অনুযায়ী, এবারের ঈদযাত্রায় নৌপথে তেমন ভোগান্তি না থাকায় খানিকটা স্বস্তিতেই ফিরছেন তারা।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সকালে যাত্রীদের চাপ ছিল তুলনামূলক বেশি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভিড় কমে আসে। যদিও বিকেলের দিকে আবার যাত্রী সংখ্যা বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে লঞ্চ ছাড়লেও যাত্রীরা ভাড়া বা সার্ভিস নিয়ে তেমন কোনো অভিযোগ করছেন না। নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

তবে ভিড়ের মধ্যেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সদরঘাটের একটি পন্টুন থেকে ৫ জন যাত্রী পানিতে পড়ে যান। বিআইডব্লিউটিএ জানায়, তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সংস্থাটি দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে আরও সতর্কভাবে পরিস্থিতি সামলানোর আশ্বাস দিয়েছে।

নৌপথে নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লাগেজ তল্লাশি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং হয়রানি প্রতিরোধে নিয়মিত টহল দিচ্ছেন।

এছাড়াও যাত্রীদের যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সাধারণ যাত্রীদের আশা, ঈদযাত্রা শেষ অবধি এমনই নিরাপদ ও নির্বিঘ্ন থাকলে নৌপথ হবে ঈদের অন্যতম স্বস্তিকর মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *