“আরও একটি জুলাই চাই না”

ফ্যাসিবাদী শাসনের আদলে দেশে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ফেনীর কিং অব কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি আল্লাহর সাহায্য আমরা পাব ইনশাআল্লাহ। কারণ আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি।” তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের লড়াই চলবে।

তিনি বলেন, “ফ্যাসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা বারবার বলেছি, অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার অপরিহার্য। যারা এসব সংস্কারে বাধা দিচ্ছে, তারা প্রকৃতপক্ষে রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত।” শফিকুর রহমান বলেন, “যদি সংস্কারহীন অবস্থায় আবারও নির্বাচন হয়, তবে তা হবে গণতন্ত্র হত্যার নতুন অধ্যায়।” আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দমন-পীড়ন ও বিচার ব্যবস্থার দখলের অভিযোগ তুলে তিনি বলেন, “তারা আমাদের নেতাদের রিমোট কন্ট্রোলে খুন করেছে, বিচার ব্যবস্থাকেও গলা টিপে হত্যা করেছে। এই সরকারের উন্নয়ন মানে—২৬ লাখ কোটি টাকা পাচার আর রূপপুরের ৭২ হাজার টাকার বালিশ।”

জামায়াতের আমির আরও বলেন, “যুবকরাই সমাজ পরিবর্তনের নিয়ামক। আবু সাঈদ ও তার বন্ধুদের রক্তে নতুন এক জাতির উত্থান হয়েছে ৫ আগস্টের পর।” আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ হবেন না, জনগণের পুলিশ হোন। ৫ আগস্টের পর যখন পুলিশ ছিল না, তখন আমরা নিজেরা নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম, ২৪ ঘণ্টা পালাক্রমে পাহারা দিয়েছি।” তিনি স্মরণ করিয়ে দেন, “২৩২টি থানায় আমরা সরঞ্জাম দিয়ে পুলিশের পাশে দাঁড়িয়েছি, তাই এখন আপনারা নিরপেক্ষ থাকুন।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুমসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে দুপুরে একই স্থানে রুকন সম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *