
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কেন্দ্রস্থলে এনসিপির “জুলাই চিত্র প্রদর্শনী” চলাকালে একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং প্রদর্শনী গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি কারা এই হামলার পেছনে রয়েছে। তবে ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, এর আগেও গত ২৩ জুন একই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় চারজন আহত হয়েছিলেন। বারবার এমন সন্ত্রাসী হামলায় দলের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।