
দেশবাসীর কাছে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দোয়ার আহ্বান জানান।