
ঢাকা, ৩ জুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টার দিকে তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং সাবেক আইজিপি একে এম শহীদুল হকের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনামলে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পক্ষে ন্যায়বিচার নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আহ্বান জানাচ্ছি, আরও যারা ভুক্তভোগী আছেন, তারা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।”
তিনি আরও বলেন, “এই জাতির আকাঙ্ক্ষা হচ্ছে ন্যায়বিচার। শুধু জুলাই-আগস্ট নয়, বিগত আমলজুড়ে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চাই আমরা। এসব অপরাধের বিচারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি।”
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ নিজেও ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন। প্রায় দুই মাস পর, ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরবর্তীতে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করে মেঘালয় পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৮ সালে তিনি সে মামলায় খালাস পান।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।