আদালতে পুলিশকে ধমক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের

হাতে হ্যান্ডকাফ পরানোয় পুলিশকে ধমক দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বুধবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে তিনি পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানির জন্য সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার পর আদালতের পুলিশ তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরায়। এরপর হাতে হ্যান্ডকাফ পরাতে গেলে তিনি পুলিশের ওপর চড়াও হন এবং ধমক দেন।

আজ দুপুরে ঢাকার মহানগরের ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *