
কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ওলামা দলের আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। কোরআন অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। তিনি প্রশ্ন তোলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দলটির কোনো মাস্টারপ্ল্যান রয়েছে কি না।
প্রসঙ্গত, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে, বিএনপি প্রস্তাব দিয়েছে— জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক।