
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আছেন স্থানীয় ইউনিটের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তাদের কাছ থেকে বেশ কিছু দলীয় নথি ও ডিজিটাল উপকরণ জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
পুলিশ বলেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।