অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের বাস্তবায়ন চায় খেলাফত মজলিস

জুলাই সনদের বাস্তবায়ন এ সরকারের সময়েই করতে হবে বলে দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ৬ দফা দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানান।

আহমেদ আব্দুল কাদের বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে। তবে সেটা যেনতেন নয়, হতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণকে অনিরাপদ রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সমাবেশ শেষে খেলাফত মজলিসের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *