অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আব্দুল্লাহপুরে দুইজন আটক, পুলিশের কাছে হস্তান্তর সেনাবাহিনীর

ঢাকা, ৩ জুন ২০২৫ — রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শ্রী মাধব (৩৮) ও মো. কামরুল ইসলাম (৩০)।

সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঈদযাত্রার ভিড়কে পুঁজি করে কিছু অসাধু পরিবহনকর্মী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী আরও জানায়, ঈদ উপলক্ষে জনদুর্ভোগ লাঘবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সাধারণ যাত্রীদের অভিযোগ, ঈদের সময় পরিবহন খাতে নৈরাজ্য বেড়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটে। এ প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *