
আগামী জাতীয় নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি আবারও বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবে। নির্বাচন বিলম্বিত করার নানা প্রচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন অজুহাত তুলে ভোট বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয় বরং এর অন্তরায়। শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। তার মতে, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় আন্দোলনে রূপ দিতে হবে।
এ সময় নির্বাচন প্রসঙ্গে আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিএনপি নেতা স্পষ্ট করে বলেন, যারা ভিন্ন ভিন্ন যুক্তি দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণ দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। তিনি মন্তব্য করেন, ‘যারা গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করে, তারা কখনোই গণতন্ত্রের পক্ষে শক্তি নয়।’ রাজনৈতিক মহল মনে করছে, তার এই বক্তব্য শুধু বিএনপির অবস্থানকেই নয় বরং আসন্ন জাতীয় রাজনীতির দিকনির্দেশনাও স্পষ্ট করে তুলেছে।