
বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দ্বন্দ্ব নিরসনে প্রস্তাবিত কমিটির প্রতিবাদসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর জিরোপয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে অভ্যুত্থানের মাধ্যমে কোটা ব্যবস্থা বিলুপ্ত হলেও ডিপ্লোমাধারী টেকনিশিয়ানরা আবারও সেই কোটা বহাল রাখার দাবি করছে। এমনকি তারা সড়ক ও রেল অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. বিএসসি ও ডিপ্লোমাধারীদের দ্বন্দ্ব নিরসনে গঠিত ছয় সদস্যের কমিটি বাতিল।
২. সচিবালয়ে উপাচার্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের বিচার নিশ্চিত।
৩. প্রকৌশলসহ বিশেষায়িত খাতে কোটা বাতিল করে কেবল মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান।