
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের ছয় নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে তিনজনকে সাময়িকভাবে বহিষ্কার, দুজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং একজনকে সতর্ক করা হয়েছে। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে গত ১০ জুলাই শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সংঘটিত হামলার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের তিন নেতার ওপর শারীরিক আক্রমণের অভিযোগ ওঠে ছাত্রদলের সদস্যদের বিরুদ্ধে। তদন্ত শেষে বহিষ্কৃতরা হলেন—গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৮ সেশনের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ইমরান হাসান ইমান।
এছাড়াও, রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান ও দর্শন বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে বহিষ্কার করা হবে। প্রশাসনের ভাষ্যমতে, অভিযুক্ত সবাই ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং এই সিদ্ধান্ত উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে। ক্যাম্পাসে এ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।