২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোট

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডাকসু নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জুলাই তফসিল প্রকাশ করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। রোববার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বৈঠকে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


এবারের ডাকসু নির্বাচন ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে:
১) কার্জন হল কেন্দ্র – এখানে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
২) শারীরিক শিক্ষা কেন্দ্র – ভোটার জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।
৩) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) – রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হল।
৪) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র – বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল।
৫) সিনেট ভবন কেন্দ্র – স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল।
৬) উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র – সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবার নির্বাচনকে ঘিরে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন হল প্রশাসন ও পর্যবেক্ষক কমিটি গঠন করা হবে। ডাকসু নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ ছাত্র সংগঠন, তবে কেউ কেউ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটের পরিবেশ নিশ্চিতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় রাজনীতির জন্য এক নতুন দিকচিহ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *