
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. আমজাদ হোসেন।
বুধবার (২৩ জুলাই) সাংবাদিকদের তিনি জানান, “কিছু জটিলতার কারণে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা সম্ভব হয়নি। তবে সেসব জটিলতা কাটিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”
এর আগে, রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে—এ ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।