
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দেশের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।
এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন,
“পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।”
এর আগে গতকাল (২১ জুলাই) রাতে এইচএসসি’র মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষাও হঠাৎ করে স্থগিত করা হয়, যা প্রথমে অনিশ্চয়তার মধ্যেই ছিল। শিক্ষার্থীদের দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জোর প্রতিবাদ ও ক্ষোভ ছড়িয়ে পড়লে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের (২২ জুলাই) সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে ভবনের একাধিক শিক্ষার্থী এবং আশপাশের পথচারীসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১ জন এবং হাসপাতালে ভর্তি ১৬৫ জন। ঘটনাটি ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সচিবালয় ঘেরাও কর্মসূচির মধ্যেই শিক্ষামন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবির আন্দোলন ছড়িয়ে পড়ে।