
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সব লেভেল ও টার্মের পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বুয়েট কর্তৃপক্ষের এই আকস্মিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ সেশনজটের আশঙ্কা এখন তীব্র আকার ধারণ করছে। শিক্ষার্থীদের দাবি, যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল, কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণার কয়েক দিন আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়া তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রকৌশলীদের মর্যাদা ও নিয়োগসংক্রান্ত দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” ব্যবহার না করার দাবিতে আন্দোলন করছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। অন্যদিকে, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ বন্ধ রাখাসহ সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এই দ্বন্দ্বের প্রভাব সরাসরি বুয়েটের একাডেমিক কার্যক্রমে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।