
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন চালু রাখার বিনিময়ে মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রির বিরুদ্ধে। তবে হল প্রভোস্ট বলছেন, এ ধরনের অভিযোগ অবিশ্বাস্য। ওই হলে আবাসিক ছাত্রীদের জন্য দুটি ক্যান্টিন রয়েছে।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পর একটি ক্যান্টিনের মালিককে নানা অভিযোগে ক্যান্টিন ছাড়তে হয়। অন্য ক্যান্টিনটির মালিকানা টিকিয়ে রাখতে মালিকের কাছ থেকে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে ভিপি সানজানা চৌধুরী রাত্রির বিরুদ্ধে।