স্থগিত কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা

বন্যা পরিস্থিতির অবনতির কারণে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ফেনীসহ কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি অঞ্চলে চলমান বন্যা এবং জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা। তবে সারাদিনের পর্যবেক্ষণে পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাই স্থগিত করা হয়েছে। আগামীদিনের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বোর্ড সূত্র জানিয়েছে, বন্যাকবলিত শিক্ষার্থীদের সুরক্ষা এবং পরীক্ষার স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২৬ জুন থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়। এবার কুমিল্লা বোর্ডসহ দেশের ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে লক্ষাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আগামীতে বন্যা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে ১০ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *