
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার স্থগিত হওয়া তারিখগুলোর জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। অনিবার্য কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১২ থেকে ১৯ আগস্টের মধ্যে নেওয়া হবে বলে বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আহ্বায়ক প্রফেসর এসএম কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়—
- ১০ জুলাইয়ের পরীক্ষা ১২ আগস্ট ২০২৫ তারিখে,
- ১৭ জুলাইয়ের পরীক্ষা ১৪ আগস্ট ২০২৫ তারিখে,
- ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট ২০২৫ তারিখে এবং
- ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৯ আগস্ট ২০২৫ তারিখে ‘প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (১ম পত্র)’ পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ওই দিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রইং শিটে পরীক্ষা নিতে হবে, তবে প্রবেশপত্রে থাকা কেন্দ্র কোড অনুযায়ী সব ধরনের তথ্য ব্যবহার করতে হবে।
এছাড়া অন্যান্য ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ এর মধ্যে সম্পন্ন করতে হবে। পরীক্ষার নম্বর ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে, এবং উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে বোর্ডে জমা দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার নতুন সময়সূচি মেনে যথাসময়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
