সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হচ্ছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা। সোমবার সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, নির্ধারিত সূচি অনুযায়ী সময়সীমার মধ্যে কার্যক্রম চলবে। এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের জন্য ১২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও বিভিন্ন বাম সংগঠন আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি স্বতন্ত্র প্যানেল থেকেও কয়েকজন প্রার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

ছাত্রশিবির ইতোমধ্যেই প্রাথমিকভাবে তাদের প্যানেল গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জানা গেছে, শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারা। সহ-সভাপতি (ভিপি) পদে থাকছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম, যিনি সম্প্রতি ঢাবি শাখার সভাপতির দায়িত্ব শেষ করেছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে থাকছেন বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান। এছাড়া সাংগঠনিক কমিটির সম্পাদক ও সাহিত্য সম্পাদক থেকে শুরু করে গবেষণা সম্পাদক পর্যন্ত অধিকাংশ পদেই ঢাবি শাখার নেতাদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানান, চূড়ান্ত প্যানেল এখনও নির্ধারণ হয়নি। তবে প্রাথমিকভাবে তারা নিশ্চিত করেছেন যে নারী শিক্ষার্থী এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত করে একটি ইনক্লুসিভ প্যানেল গঠনের চিন্তাভাবনা চলছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন খান জানান, মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনটির মনোনীত প্রার্থীরা একসঙ্গে ফরম সংগ্রহ করবেন। এরপর সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে প্যানেলের নাম ঘোষণা করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শিবিরের ১৮ সদস্যবিশিষ্ট কমিটি থেকে বেশিরভাগ নেতাই মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *