
ঢাকা, ২৯ মে ২০২৫:
সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সংক্রান্ত একগুচ্ছ নিরাপত্তামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের এক যৌথ সভায়।
সভায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে রাত ৮টার পর সকল প্রবেশ গেট বন্ধ রাখা হবে। পাশাপাশি রমনা কালি মন্দিরে যাতায়াতের জন্য বিকল্প গেট স্থাপন করা হবে। পুরো উদ্যান সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি লাইট স্থাপন ও নিয়মিত নিরাপত্তা অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নিরাপত্তা জোরদারে আরও জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানের সাতটি প্রবেশ পথে তিন শিফটে ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করা হবে। এছাড়া, উদ্যানের ভেতরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সন্ধ্যার পর উদ্যানে প্রবেশ থেকে বিরত রাখতে প্রচারণা চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নিরাপত্তা উপ-কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. বজলুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর।
সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রমনা পার্কের আদলে একটি কার্যকর ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা বাস্তবায়নে সকলে একমত পোষণ করেন।