সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত হয়ে ঢামেকে ৮০

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা।
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে দুপুর আড়াইটার দিকে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

একপর্যায়ে বিকেল ৩টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তখন তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে সচিবালয়ের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
এরপরই শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে শিক্ষার্থীদের নিক্ষিপ্ত ইটপাটকেলে বেশ কয়েকজন সেনা ও পুলিশ সদস্য আহত হন।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত ৮০ জন আহত শিক্ষার্থী চিকিৎসা নিতে সেখানে এসেছেন, যাদের অনেকের শরীরে রাবার বুলেট ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

সংঘর্ষ চলাকালেই বিকেল ৩টা ৫৩ মিনিটে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে।
তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে, শুধু সচিব নয়, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

সচিবালয়ের চারপাশে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *