
শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা খাতের সকল সমস্যা সমাধান হয়ে যাবে—এমন ধারণা ভুল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা সি আর আবরার।
মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শিক্ষা খাতে সমস্যা নেই এমনটা নয়। সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা জরুরি।”
নিজ দায়িত্ব পালন প্রসঙ্গে উপদেষ্টা আবরার বলেন, “আমি খুব অল্প সময় ধরে দায়িত্বে আছি। এখনো সমস্যার পুরো গভীরতা অনুধাবন করতে পারিনি। বাস্তবতা হলো, আমার সময়ের বড় একটি অংশ যাচ্ছে অগ্নিনির্বাপনের কাজে—কোথাও আন্দোলন থামাতে হচ্ছে, কোথাও হস্তক্ষেপ করতে হচ্ছে। যেই উৎসাহ নিয়ে দায়িত্ব নিয়েছিলাম, সেটা বাস্তবায়নে যথেষ্ট সময় পাচ্ছি না।”
সংলাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছু প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও বলেন, “কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানো, জাতীয় শ্রমবাজারের সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়, এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে লিংকআপ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে।”
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেট আলোচনার প্রেক্ষাপটে আয়োজিত এই সংলাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক এবং অর্থনীতিবিদরাও উপস্থিত ছিলেন।