
ঢাকা, ৪ জুন ২০২৫ – শিক্ষা কমিশন গঠন এ মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তবে সরকারের মেয়াদকালীন সময়ে শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা আবরার।
তিনি বলেন, “শিক্ষা কমিশন গঠন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। বর্তমান সরকারের মেয়াদকালে তা সম্ভব নয়। তবে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা কাজ শুরু করেছি। দায়িত্বে যারা থাকবেন, তাদের জন্য একটি মানসম্পন্ন কারিকুলামের ভিত্তি তৈরি করে রেখে যাব।”
কারিকুলাম নিয়ে অতীতের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির কথাও জানান তিনি। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, “দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না।”
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপের কথা তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকেই সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “ইউজিসি ও বিজ্ঞজনদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। যোগ্যতা ও প্রতিযোগিতার মাধ্যমে উপাচার্য নিয়োগ নিশ্চিত করা হবে।” এ উদ্দেশ্যে জাতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে যোগ্য প্রার্থীদের আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।
এই ব্রিফিংয়ে শিক্ষা খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সরকারপ্রধানের অঙ্গীকার পুনরায় তুলে ধরেন সি আর আবরার, যা ভবিষ্যতের শিক্ষানীতিতে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।