
ঢাকার একটি বেসরকারি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে দুই শিক্ষকের চুম্বনের দৃশ্য ভাইরাল হওয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ‘অন্বেষণ’ নামের এই কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে সম্প্রতি লাইভ ক্লাস চলাকালীন এক নারী ও এক পুরুষ শিক্ষককে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বলছেন, এটি শিক্ষার পরিবেশকে কলুষিত ও প্রশ্নবিদ্ধ করেছে।
ঘটনার পর শিক্ষার্থীদের অভিভাবক আশরাফ বিজয় থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, “আমি একজন অভিভাবক হিসেবে থানায় অভিযোগ করেছি, কারণ এটি স্পষ্ট অশ্লীলতা। ওই দুই শিক্ষক এবং কোচিং সেন্টার কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।” অভিযোগের ভিত্তিতে বিষয়টি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন। ভিডিওতে যে আচরণ দেখা গেছে, তা সামাজিক মূল্যবোধ ও নৈতিকতাকে চ্যালেঞ্জ করছে বলেও মন্তব্য করেছেন একাধিক অভিভাবক।
এদিকে, ‘অন্বেষণ’ কোচিং সেন্টারের দুই মালিক আকাশ ও অর্ক ভিডিওটির সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, “আমরা শিক্ষকদের আমাদের সামাজিক মাধ্যমের অ্যাক্সেস দিয়েছিলাম, কিন্তু এমন অপেশাদার আচরণ তারা করবে, তা ভাবতে পারিনি। আমরা আমাদের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।” তবে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ মনে করছেন, শুধু দুঃখ প্রকাশ নয়—এই শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে আর কেউ শিক্ষার নামে এমন কর্মকাণ্ড করতে না পারে।