
যশোর, ১ জুন:
বিশ্ব মা-বাবা দিবস বা ‘গ্লোবাল ডে অব প্যারেন্টস’ উপলক্ষে যশোরে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। রোববার (১ জুন) বিকেলে যশোর শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ‘শ্রদ্ধা ও ভালোবাসার উৎসব’ শিরোনামে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
ব্রাদার টিটোস হোমের শিক্ষার্থীরা তাদের বাবা-মায়ের হাত ধরে মঞ্চে আসে এবং সারিবদ্ধভাবে দাঁড়ানো মা-বাবাদের জুতা পরিষ্কার করে দেয় টিস্যু দিয়ে। এরপর তারা নিজেদের হাতে তৈরি শুভেচ্ছা কার্ড উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে। এসময় উপস্থিত অনেক অভিভাবকের চোখে জল দেখা যায়।
এক অভিভাবক নাহিদা আক্তার বলেন, “আমার সন্তান যখন আমাদের জুতা মুছছিল, তখন চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন শিক্ষা শিশুর মনোজগতে গভীরভাবে প্রভাব ফেলে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি গান, কবিতা আবৃতি ও অভিনয়ের মাধ্যমে তাদের মনের অনুভূতি তুলে ধরে। দ্বিতীয় শ্রেণির ছাত্রী তানিয়া ইসলাম বলে, “মা-বাবা আমার জীবনের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক। তাদের জুতা মুছে পুরস্কার পেয়ে খুব ভালো লেগেছে।”
ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আযম টিটো বলেন, “শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি দাবিদার আমাদের মা-বাবা। এ আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের মনে সেই শ্রদ্ধাবোধ গেঁথে দিতে চেয়েছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও মানবিকতা ও নৈতিকতায় আমরা এখনও পিছিয়ে। এমন আয়োজন শিশুদের মধ্যে মানবিকতা ও মূল্যবোধ গঠনে সহায়ক হবে, যা ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত ১ জুন ‘গ্লোবাল ডে অব প্যারেন্টস’ হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়, যেখানে পিতা-মাতার অবদানের স্বীকৃতি ও সম্মান জানানোর আহ্বান জানানো হয়। যশোরের এই আয়োজন তাই শুধু একটি উৎসব নয়, বরং মূল্যবোধ তৈরির এক অনন্য প্রয়াস।