মুজিববাদীদের অপতৎপরতার বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মুজিববাদীদের’ বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাইদের বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই’—এমন নানা স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তোলে।

বিক্ষোভকারীরা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে পুনরায় সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট অভিযোগ করেন, “মাইলস্টোনের ঘটনায় ছাত্রজনতার রক্তে রঞ্জিত হয়েছে গোপালগঞ্জের মাটি। অথচ প্রশাসন নিশ্চুপ। আমরা বহুবার দাবি জানিয়েছি, মুজিববাদের নিদর্শন ধ্বংসে ব্যবস্থা নিতে। প্রশাসন তা করেনি, তাই এবার ২০ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো।” তিনি আরও বলেন, “এক বছর আগে আমরা মুজিববাদের কবর রচনা করেছিলাম। এখন নতুন ফর্মেটে ফিরে আসার চেষ্টা করা হচ্ছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।”

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, একটি সুবিধাভোগী চক্র এখনো মুজিববাদীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু যারা আমাদের দমন করতে আসবে, তাদের প্রতিহত করতে ছাত্রসমাজ প্রস্তুত।” বক্তারা সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগও তোলেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাইয়ের মুক্তির আবহে যারা ব্যাঘাত ঘটাতে আসবে, তাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঠাঁই নেই।” আন্দোলনকারীরা আগামী ২০ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়, নইলে তারা নিজেরাই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *