
ঢাকা, ২৩ মে ২০২৫ — বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানে উদ্ভাবনের মাধ্যমে শুধু দেশের গর্বই নয়, বিশ্বদরবারে দেশের মর্যাদা বাড়াবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৩ মে) রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত একটি ভার্চুয়াল মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “বিজ্ঞানের প্রতি তোমাদের যে ভালোবাসা, নিষ্ঠা ও আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, তা অত্যন্ত আশাজাগানিয়া। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে তোমরা উদ্ভাবনের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষের জন্যও অবদান রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হও—এই কামনা করি। তোমাদের সাফল্যের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উৎসাহিত হয়।