
রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে ২০ জন নিহত হওয়ার ঘটনায় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে শত শত শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন এবং পরে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন।
বেলা আড়াইটার পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জড়ো হন সচিবালয়ের প্রধান ফটকে। তারা প্রথমে বাইরে বিক্ষোভ করেন। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন। বিক্ষোভকারীদের ঠেকাতে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে সচিবালয় সংলগ্ন সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
এক ঘণ্টার সময়সীমা শেষে ছাত্ররা সচিবালয়ে ঢোকার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে, যাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সিদ্ধান্ত নেয় সরকার।
অবশেষে বিকেল ৩টা ৫৩ মিনিটে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, “শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।” তবে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল, দায়িত্বে অবহেলা, নিরাপত্তার অভাব ও ব্যর্থতার দায়ে শীর্ষ কর্মকর্তাদের অপসারণ এবং মাইলস্টোন কলেজ দুর্ঘটনার পূর্ণ তদন্ত। আন্দোলন স্থগিত না হলেও সচিব প্রত্যাহারকে প্রথম সাফল্য হিসেবে দেখছে আন্দোলনকারীরা।