
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়া ফেলানী খাতুনের বাবা নুর ইসলাম অভিযোগ করে বলেছেন, মেয়ের হত্যার ১৫ বছরেও তারা বিচার পাননি। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘সীমান্তে ফেলানী খাতুনকে ভারতীয় বাহিনী কর্তৃক হত্যার ১৫ বছর: আধিপত্যবাদবিরোধী কবিতা ও গান’ পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নুর ইসলাম বলেন, “আমি চাই যে সরকার ক্ষমতায় আসবে, তারা যেন ফেলানী হত্যার বিচার করে। শুধু ফেলানী নয়, সীমান্তে যাদের হত্যা করা হয়েছে—সবার হত্যার বিচার চাই।”
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় ১৫ বছরের ফেলানীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। তবে দীর্ঘদিনেও এর বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন নিহতের পরিবার।