
দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার যুগান্তকারী সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর ফলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো প্রাথমিক শিক্ষার নেতৃত্বে থাকা শিক্ষকদের। আগে যারা ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম (প্রশিক্ষণবিহীন) গ্রেডে বেতন পেতেন, তারা এখন 統一ভাবে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর, তাই তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। সাম্প্রতিক সময়ে ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনের আলোকে দেশের সর্বোচ্চ আদালত ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার আদেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় এবার সারাদেশের সকল প্রধান শিক্ষক একই সুবিধা পাচ্ছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে শুধু বেতনই নয়, শিক্ষকদের পেশাগত মর্যাদা, কর্মোদ্দীপনা ও সম্মানও বৃদ্ধি পাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনে করে, এই বেতন গ্রেড উন্নীতকরণ প্রধান শিক্ষকদের আরও সৃজনশীল ও উৎসাহী করে তুলবে, যা শিক্ষার মানোন্নয়ন এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি আরও উন্নত ও গতিশীল শিক্ষা পরিবেশ তৈরিতে সহায়ক হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ শিক্ষকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও সম্মান প্রদর্শনের নিদর্শন, যা শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন শিক্ষকেরা অভিভাবক, সহকর্মী এবং সমাজের অন্যান্য অংশীজনদের সঙ্গে মিলে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।