প্রধান উপদেষ্টাকে ডাকসু নির্বাচনের অগ্রগতি জানালেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে। এই সাক্ষাৎটি মূলত বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং ডাকসু নির্বাচনের অগ্রগতি সম্পর্কে নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক, একাডেমিক ও অবকাঠামোগত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার সামনে।

সাক্ষাতে উপাচার্য জানান, ডাকসু নির্বাচন কমিশনের কার্যক্রম ইতোমধ্যে সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণার পরিবেশ, নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং ছাত্রছাত্রীদের কল্যাণে গৃহীত উদ্যোগের সারাংশ তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য নেয়া বেশ কয়েকটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। এই সব উদ্যোগের দ্রুত বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে উপাচার্য সরকারি অনুদান বৃদ্ধির প্রস্তাবও দেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সমাবর্তনে প্রধান উপদেষ্টার উপস্থিতিও প্রত্যাশা করেন। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। এ বৈঠককে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এক ধরনের আশাবাদী পরিবেশ সৃষ্টি হয়েছে, যা উচ্চশিক্ষা ও গবেষণায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে শিক্ষার্থীদের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *