
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণায় একাধিক বিধিমালা ভঙ্গ হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি দাবি করেন, ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ধারাবাহিকভাবে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাকের এ অভিযোগ তোলেন।
বাকের মজুমদারের অভিযোগ, মনোনয়নপত্র সংগ্রহের সময় হামিম স্লোগান দিতে দিতে প্রবেশ করেছিলেন, যা স্পষ্টতই বিধিমালা ভঙ্গ। শুধু তাই নয়, তিনি সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এছাড়া, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার ব্যবহার করে প্রচারণা চালান তিনি, যা নির্বাচনী বিধিমালা অনুযায়ী নিষিদ্ধ। ক্যাম্পাসজুড়ে কমল মেডি এইডের ব্যানার-ফেস্টুনে সয়লাবের অভিযোগও তুলেছেন বাকের। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব নিষিদ্ধ ঘোষণা করলেও ব্যানারগুলো এখনো ঝুলছে। অভিযোগ উঠেছে, ক্ষমতাধর পরিবারের প্রভাব খাটিয়েই হামিম এসব করছেন।
ঘটনা ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) হামিম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি প্রচারণামূলক পোস্টার শেয়ার করেন, যেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিল। পরবর্তীতে সমালোচনার মুখে ছবিগুলো সরিয়ে নতুন পোস্টার শেয়ার করলেও প্রথম পোস্টার নিয়েই ছাত্রসমাজের মধ্যে বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একাংশ হামিমের বিরুদ্ধে সরাসরি ডাকসুর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।