পোষ্য কোটা ইস্যুতে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ অন্তত ১০ জনকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখেন। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে শিক্ষার্থীরা উপ-উপাচার্যদের বাসভবনে তালা দেন। বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে দুপুরে ফিরে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

পরে তারা জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে সেখানে যায়। ভবনের বারান্দায় এসে শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

এ সময় শিক্ষার্থীরা উপ-উপাচার্য মাঈন উদ্দীন খানকে ঘিরে ফেলেন। তিনি ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা সেখানেও তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে, হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *